শীতল পরশ

বৃষ্টি (আগষ্ট ২০১২)

নুরুল্লাহ মাসুম
  • ২৫
  • ৪৯
শ্রাবণধারা দেখেছ কি তুমি?
তেমনি ধারায় সিক্ত হয়েছি আমি
যখন তুমি বললে- আমি আসছি।

চৈত্রের দাবদাহ বৈশাখের ঝড়
আমায় নিয়ে যায় অতলান্তের ওপাড়
আমি পথ খুঁজি- পালাবার।

নিরন্তর আমি পথ হারাই
মরুভ‚মির বিস্তীর্ণ সোনালী বালুচরে একাকী
ছিলনা কেউ সেথা- পথ দেখাবার।

আচমকা কালবোশেখীর কালো মেঘ
তুমি এলে এক পশলা বৃষ্টি হয়ে
অনেক উত্তাপের মাঝে- এই অন্তরে।

সিক্ত হব আমি নিরন্তর-
তোমার বয়ে আনা শীতল জলধারায়
দিনান্তে তোমার পরশে- হব শান্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সালেহ মাহমুদ মুগ্ধ হওয়ার আবেশে পূর্ণ একটি কবিতা। ধন্যবাদ কবি।
ধন্যবাদ সালেহ মাহমুদ। ভাল থাকবেন।
রোদেলা শিশির (লাইজু মনি ) বেশ ... ভাল ... লিখেছেন ... । এগিয়ে যান ... অসীমের পথে ... বাঁধাহীন !!
ধন্যবাদ লাইজুমনি। এগুনোর দিনতো শেষ হয়ে এলো বলে.......... তবু লিখছি........... দেখে যদি কারো কারো সাহস সঞ্চয় হয়................. ভাল থাকবেন।
মোঃ গালিব মেহেদী খাঁন খুব ভালো লাগলো।শুভ কামনা রইল।
ধন্যবাদ গালিব। ভাল থাকবেন।
খন্দকার নাহিদ হোসেন সহজ সরল কিন্তু আবেগি। তো বেশ লাগলো।
ধন্যবাদ নাহিদ। ভাল থাকুন নিরন্তর।
আহমেদ সাবের বরাবরের মতই চমৎকার কবিতা। বেশ রোমান্টিক। ভাল থাকবেন।
ধন্যবাদ সাবের ভাই। ভাল থাকবেন।
বশির আহমেদ এমন কবিতাইতো চাই যা হৃদয়কে নাড়া দেয় ।
এই কবিতা কি আপনার হৃদয় নাড়া দিয়েছে?
আজিম হোসেন আকাশ ভাল লাগল।
ধন্যবাদ আকাশ। ভাল থাকুন।
সোমা মজুমদার khub valo laglo kabita
ধন্যবাদ সোমা। ভাল থাকুন।
প্রিয়ম অনেক অনেক ভালো লাগলো .
ধন্যবাদ প্রিয়ম। বাল থাকুন।
জসীম উদ্দীন মুহম্মদ আচমকা কালবোশেখীর কালো মেঘ তুমি এলে এক পশলা বৃষ্টি হয়ে অনেক উত্তাপের মাঝে- এই অন্তরে। ------------- দারুণ কবিতা !!!!! মাসুম ভাই , আপনার কি কোন সাহিত্য পত্রিকা আছে ? থাকলে জানাবেন প্লিজ ।
ধন্যবাদ জসিম ভাই। আমার সাহিত্য পত্রিকা নেই, তবে একটি সাপ্তাহিক পত্রিকা আছে, প্রতি শুক্রবারে প্রকাশিত হয়- সেখানে একটি সাহিত্য পাতা রয়েছে। চাইলে লিখতে পারেন। অন লাইনে দেকুন পত্রিকাটি: www.sharodia.কম ভাল থাকুন।

১৭ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫